Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 কি সেবা প্রদান করা হয়ঃ

ক্রমিক নং

সেবার নাম/ প্রধান কাজ সমূহ

সেবা দাতার পদবী

সেবা প্রদানের সময়

মন্তব্য

০১

আদশশুমারী প্রতি ১০ (দশ) বছর পর পর অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিসংখ্যান অফিসার (ভারপ্রাপ্ত)

প্রস্ত্ততি মূলক কাজ ৫-৬ মাস মূল শুমারী ৫দিন

 

০২

কৃষিশুমারী প্রতি ১০ (দশ) বছর পর পর অনুষ্ঠিত হয়। কৃষি শুমারী করা হয় কৃষকের উন্নয়নের জন্য।

উপজেলা পরিসংখ্যান অফিসার (ভারপ্রাপ্ত)

প্রস্ত্ততি মূলক কাজ ৫-৬ মাস মূল শুমারী ১৫দিন

 

০৩

অর্থনৈতিক শুমারী প্রতি ১০ (দশ) বছর পর পর অনুষ্ঠিত হয়। অর্থনৈতিক প্রতিষ্ঠান সংখ্যা, যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যা, ধর্মমীয় প্রতিষ্ঠান সংক্রান্ত যাবতীয় তথ্য জানা।

উপজেলা পরিসংখ্যান অফিসার (ভারপ্রাপ্ত)

প্রস্ত্ততি মূলক কাজ ৫-৬ মাস মূল শুমারী ১০-১৫দিন

 

০৪

এ ছাড়াও দাতা সংস্থা ও সরকারী নির্দেশমতে বিভিন্ন বিষয় ভিত্তিক জরীপ করা হয়।

উপজেলা পরিসংখ্যান অফিসার (ভারপ্রাপ্ত)

প্রতিটি জরীপ কাজের সময়কাল ১০-১৫দিন

 

০৫

ঢাকা হতে প্রেরিত কর্মসূচী অনুসারে প্রতি মাসে কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহের মাধ্যমে ঢাকা সদর দপ্তরে নির্ধারিত সময়ে প্রেরণ।

উপজেলা পরিসংখ্যান অফিসার (ভারপ্রাপ্ত)

মাসিক প্রতিবেদন প্রেরণ করার জন্য কর্মসূচীতে নির্ধারিত সময় উল্লেখ করা আছে।

 

০৬

বিশেষ জরিপঃ

প্রকল্পের নামঃ এম.এস.ভি.এস.বি জগন্নাথপুর পৌরসভার অন্তর্গত জগন্নাথপুর বাড়ী মৌজা এবং আশারকান্দি ইউনিয়নের শুক্লাম্বরপুর মৌজা।

তথ্যের ধরণঃ জন্ম, মৃত্যু, বিবাহ/ তালাক বা পৃথক বসবাস, বহির্গমন, আগমন, প্রতিবন্ধী ও জন্ম নিবন্ধন।

উপজেলা পরিসংখ্যান অফিসার (ভারপ্রাপ্ত)

প্রতি মাসে ২ (দুই) দিন

সেবা দানের জন্য ২ (দুই) জন মহিলা গণনাকারী নিয়োগ দেওয়া আছে। তাদের মাধ্যমে তথ্য সংগ্রহ।

০৭

উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জনসংখ্যা সংক্রান্ত সনদপত্রের জন্য আবেদন গ্রহণ এবং উপজেলা পরিসংখ্যান অফিসার কর্তৃক ব্যবস্থা গ্রহণ।

আবেদন অনুসারে যাচাই বাছাই এবং প্রয়োজনে তদন্ত করন।

যাচাই বাছাই এর পর সনদপত্র প্রদান

সময়

(১০-১৫) দিন